Paradoxical Sajid 1-2 APP
বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়? বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়া-ভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেয়া যায়? যুক্তিই আসল মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতেই প্রকৃত মুক্তি? এসকল প্রশ্নের উত্তরের এক অনন্য সম্ভার এই বই দুটি।
তিনি গতানুগতিক লেকচার বা তত্বকথার ধাঁচে না গিয়ে, বক্তব্যের বিষয়গুলোকে গল্পের ধাঁচে ফেলে সাজিয়েছেন তিনি। প্রতিটি গল্পের শুরুতেই আছে মজার, আগ্রহ উদ্দীপক মূল্যক একটি সূচনা। কোথাও বা গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজিদের সাথে তাঁর বন্ধু আরিফের খুনসুটি, কোথাও বা মজার কোন স্মৃতির রোমন্থন, কোথাও বা আছে সিরিয়াস কোন ব্যাপারে সিরিয়াস কোন হুশিয়ারি। গল্পে মজা আছে, আনন্দ আছে। মোটামুটি, সার্থক গল্পে যা যা উপাদান থাকা দরকার, যা যা থাকলে পাঠকের গল্প পাঠে বিরক্তি আসেনা, রুচি হারায় না- তার সবকিছুর এক সম্মিলিত সন্নিবেশ যেন লেখক আরিফ আজাদের এই সিরিজের একেকটি এপিসোড। গল্পে গল্পে যুক্তি খন্ডন, পাল্টা যুক্তি ছুঁড়ে দেওয়া, পরম মমতায় অবিশ্বাসের অন্ধকার দূরীকরণে এ যেন এক বিশ্বস্ত শিল্পী তিনি।
বর্তমান যুগ হলো উপস্থাপনের যুগ। একটা জিনিসকে আপনি কিভাবে, কতোটুকু সহজে, সাবলীলভাবে এবং মাধুর্যতায় সাথে উপস্থাপন করছেন তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। স্বাভাবিক ভাবেই, মানুষ তত্ত্বকথা খুব কম-ই হজম করতে পারে। এরা চায় সহজবোধ্যতা এবং প্রমান সেই সাথে যুক্তির। প্যারাডক্সিক্যাল সাজিদ -১ এবং প্যারাডক্সিক্যাল সাজিদ -২ (Sajid paradosso 1 e 2) এর লেখক আরিফ আজাদ ঠিক এই পদ্ধতিই বেছে নিয়েছেন।
প্যারাডক্সিক্যাল সাজিদ ১ বইয়ের সূচিপত্রঃ
1. একজন অবিশ্বাসীর বিশ্বাস।
২. তাকদির বনাম স্বাধীন ইচ্ছা ’- স্রষ্টা কি এখানে বিতর্কিত?
3. স্রষ্টা খারাপ কাজের দায় নেন না কেন?
4. শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব।
5. তাদের অন্তরে আল্লাহ মােহর মেরে দেন। সত্যিই কি তাই?
6. তোমরা মুশরিকদের যেখানেই পাও, হত্যা করো।
7. স্রষ্টাকে কে সৃষ্টি করলো?
8. একটি সাম্প্রদায়িক আয়াত এবং .......।
9. কোরআন কি সূর্যকে পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে?
10. কােরবানির ঈদ এবং একজন আরজ আলি মাতব্বরের অযাচিত মাতব্বরি।
11. কোরআন কি মুহাম্মদ (সাঃ) এর বানানো গ্রন্থ?
1২. কোরআন, আকাশ, ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার।
13. রাসূল (সাঃ) ও আয়েশা (রাঃ) এর বিয়ে নিয়ে কথিত নাস্তিকাদর কানাঘুষা।
14. কোরআন কি মুহাম্মদ (সাঃ) এর নিজের কথা?
15. স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন?
16. কোরআন মতে পৃথিবী কি সমতল না গোলাকার?
17. কােরআনে বিজ্ঞান- কাকতালীয় না বাস্তবতা?
18. স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবে, যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবে না।
19. ভেল্কিভাজির সাতকাহন।
প্যারাডক্সিক্যাল সাজিদ -২ বইয়ের সূচিপত্রঃ
1. কোরআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে?
২. Una risposta al missionario cristiano
3. ইসলাম কি অমুসলিমদের অধিকার নিশ্চিত করে।
4. কোরআনে বৈপরীত্যের সত্যাসত্য।
5. বনু কুরাইজা হত্যাকান্ড - ঘটনার পিছনের ঘটনা।
6. স্যাটানিক ভার্সেস ও শয়তানের ওপরে ঈমান আনার গল্প।
7. রাসূলের একাধিক বিবাহের নেপথ্যে।
8. জান্নাতেও মদ?
9. গল্পে জল্পে ডারউইনিজম।
10. কুরআন কেন আরবী ভাষায়?
11. সূর্য যাবে ডুবে।
1২. সমুদ্রবিজ্ঞান.
13. লেট দেয়ার বি লাইট।
14. কাবার ঐতিহাসিক সত্যতা।
15. নিউটনের ঈশ্বর।
16. পরমাণুর চেয়েও ছোট।