পিকেএসএফ-এর পরিচালনা পর্যদ কর্তৃক ২৮শে ফেব্রুয়ারি ২০১০ তারিখে অনুষ্ঠিত সভায় তৃণমূল পর্যায়ে দরিদ্র পরিবারকে লক্ষ্য করে সামগ্রিকভাবে দারিদ্র বিমোচনের জন্য একটি পরীক্ষামূলক কর্মসূচি চালুর সিদ্ধান্ত গ্রহন করা হয়।“দারিদ্র দূরীকরনের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি(সমৃদ্ধি)” নামে একটি কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচির মূল প্রতিপাদ্য হচ্ছে একটি পরিবারকে এর বর্তমান সম্পদ ও সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং যথাযথ পরিমিতিতে এর সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমনিত সহয়তা প্যাকেজ র্য়েছে যার মধ্যে শিক্ষা , স্বাথ্যসেবা ও পুষ্টি,সামাজিক উন্নয়ন,ঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গ অন্তর্ভূক্ত করা হয়েছে। স্বাথ্যসেবা ও পুষ্টি কার্যক্রম সমৃদ্ধি কর্মসূচির একটি অন্যতম গুরুত্তপূর্ন কার্যক্রম বা পরিবারসমূহের সক্ষমতা বৃদ্ধিতে সবচে্যে বেশি ভূমিকা রাখতে পারে। গতানুগতিক পদ্ধতির বাইরে এ কর্মসূচির স্বাথ্যসেবা ও পুষ্টি কার্যক্রমকে একটু ভিন্ন আংগিকে সাজানো হয়েছ যাতে প্রতি মাসে অন্তর্ভুক্ত সকল খানার স্বাথ্য বিষয়ক অবস্থায় প্রকৃত চিত্র পাওয়া যায় এবং সে অনু্যায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়।
সিমেড একটি ডিজিটাল প্রতিরোধ মূলক স্বাথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধি কর্মসূচিকে ডিজিটালাইজ করার মাধ্যমে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তথ্য গ্রহণ এবং বিশ্লষন করার জন্য সিমেড পিকে এস এফ আপটি তৈরি করা হয়েছে।