Bangla GK Quiz for Crorepati GAME
কে হবে বাংলার কোটিপতি মুলত একটি শিক্ষামূলক মজার ব্রেইন গেইম অ্যাপলিকেশন যেখানে রয়েছে প্রচুর সাধারণ জ্ঞান কুইজ। কেবিসি গেমটির ধারণা নেয়া হয়েছে ভারতীয় বিখ্যাত রিয়েলিটি শো “কোন বানেগা ক্রোড়পতি” (কে হতে চায় কোটিপতি) থেকে। বাংলা ভাষাভাষী দর্শকদের কালারস টিভি গত বছর চালু করেছিল 'কে হবে বাংলার কোটিপতি'। আর আমরা নিয়ে এসেছি এই সাধারণ জ্ঞান কুইজ।
কোটিপতি হবার মজার খেলা অ্যাপটিতে থাকছে বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষা ، শিক্ষক নিবন্ধন ، ব্যাংক জব থেকে শুরু করে সকল প্রকার চাকুরী পরীক্ষার সহায়ক প্রিলিমিনারি প্রশ্নের এক বিপুল ভান্ডার। কুইজ খেলার ছন্দে ছন্দে কোটি টাকার প্রশ্নের উত্তর দিয়ে আপনি নিজেই নিজেকে পুরষ্কৃত করতে পারবেন অ্যাপটির সহায়তায়। সারাদিন অহেতুক অনেক গেইম খেলে আমরা আমাদের অবসর সময়কে ব্যয় করে থাকি সে সময়ে যদি আমরা কোটিপতি গেমস টা খেলি তাহলে সময়টা বৃথা যাবে না। বিসিএস কিংবা সরকারীর চাকুরীর প্রস্তুতিও নেয়া হবে، সাধারণ জ্ঞান ও বৃদ্ধি পাবে।
কে হতে চায় বাংলার কোটিপতি অ্যাপটিতে কোটিপতি হবার উপায়গুলো হচ্ছেঃ-
১. কৌন বনেগা ক্রোড়পতি অ্যাপটি তে তিন ধরনের প্রশ্ন রয়েছে সহজ ، মাঝারী এবং অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন।
২. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই কেবলমাত্র আপনি পরবর্তী প্রশ্নে যেতে পারবেন।
৩. প্রতিটি লেভেলে একটি করে প্রশ্ন করা হবে সাথে থাকবে চারটি অপশন।
৪.প্রশ্ন দেখার পর উত্তর দেখার জন্যে ৩০ সেকেন্ড পাবেন।
৫. আপনার দেওয়া উত্তর সঠিক হলে আপনি প্রতিটি লেভেলে একটা নির্দিষ্ট পরিমানের টাকা জিতবেন। আপনি যদি নিজ ইচ্ছায় খেলা বন্ধ করেন সেক্ষেত্রে আপনি যত টাকা জিতেছেন তার সম্পূর্ণ টা আপনি পাবেন।
৬. প্রশ্নের উত্তর দিতে সহায়ক একটি অপশন রয়েছে ৫০ ঃ ৫০ যা ক্লিক করে আপনি দুইটি অপশন থেকে উত্তর বাচাই করার সুযোগ পাবেন।
৭. ৫০ ঃ ৫০ ، এটি নির্বাচন করলে একটি প্রশ্নের চারটি অপশন থেকে দুইটি অপশন চলে যাবে।দর্শক ভোট নির্বাচন করলে একটি গ্রাফিকাল ভিউ দেখাবে। অ্যাপটির প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি নিশ্চিত কোটিপতি গেইমটিতে।
من الذي يريد ان يكون مليونيرا؟ كيف تصبح مليونيرا؟ هذا التطبيق هو في الأساس تطبيق تعليمي على عكس tiktok Bangladesh. في العام الماضي ، بدأت الألوان البنغالية عرضًا واقعيًا باسم ke hobe banglar kotipoti. لقد بدأوا بالفعل الاختبار والتسجيل البنغالية kbc. اختبر معلوماتك وقم ببناء فريق الخبراء الخاص بك من خلال ألعاب مسابقة gk في البنغالية. تسلق شجرة المال لتصبح مليونير مجانًا اليوم.