Al-Wafi APP
“আল-ওয়াফী” অভিধানের অ্যাপটি পাঠকদের সুবিধার্থে বিনামূল্যে দেয়া হয়েছিল। তারপর নিজেদের তাগিদে ও ব্যবহারকারীদের অনুরোধে তা কয়েক ধাপ আপডেটও করা হয়েছে। এখন বাংলা শব্দ লিখলে তার আরবী প্রতিশব্দও চলে আসে। এছাড়া বাংলা অক্ষর দিয়ে আরবীর উচ্চারণটি লিখে দিলেও আরবী এন্ট্রি চলে আসে। এতে যাদের মোবাইলে আরবী কি-বোর্ড নেই কিংবা যারা আরবী লিখতে অভ্যন্ত নন তারাও বাংলা উচ্চারণ লিখেই আরবী শব্দের অর্থ দেখতে পারবেন। আশা করি, এভাবে অ্যাপটির প্রয়োজনীয় আপডেট চলতে থাকবে।
প্রথমে বিনামূল্যে ব্যবহারের স্বার্থে অ্যাপটিতে বিজ্ঞাপনের অপশন রাখা হয়েছিল। তাতে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় এবং কোন কোন ব্যবহারকারী বিজ্ঞাপন বাদ দিতে অনুরোধ করায় বিজ্ঞাপন সরিয়ে দেয়া হল। সে ক্ষেত্রে যাতে অ্যাপটি চালু রাখা যায় সে জন্য সম্মানিত গ্রাহকদের জন্য হাদিয়া মূল্য ধার্য করা হয়েছে মাত্র ১০০ (একশত) টাকা। অতএব যারা অ্যাপটি ব্যবহার করেছেন তাদের 01712710928 পারসোনাল বিকাশ নম্বরে ১০০ টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হল। আশা করি, সবাই বিষয়টির যৌক্তিকতা স্বীকার করবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ।