বুখারী শরীফ হচ্ছে হাদিস শরীফের বিশাল এক সংকলন। বিষয় ভিত্তিক হাদিস সমূহ পড়া যাবে এবং সংকলনে সকল প্রকার হাদিস পাওয়া যায়। বুখারী শরীফ আরবী ও বাংলাতে সম্পূর্নভাবে উল্লেখিত করা হয়েছে। তাই খুব সহজেই এটি পড়া যাবে এই এপের মাধ্যমে। এতে বিশ্লেষন সহ উল্লেখ করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এতে আরও রয়েছে বুখারী শরীফ আরবী বাংলা সব খন্ড। সব একত্রে পড়ার জন্য এই এপ হতে পারে একটি উত্তম উপায়। বাংলা হাদিস সমূহ সম্পুর্ন অর্থ সহ।
এই এপে আরও যা আছে-
- হাদিস গুলো বিষয় ভিত্তিক
- হাদিস নং
- হাদিস বিশ্লেষণ
- আরবি ও বাংলা অর্থসহ
সুতরাং এই এপের মাধ্যমে আপনি খুব সহজেই বুখারি শরীফের সকল হাদিস বা বানী অধ্যয়ন করতে পারবেন।