কম্পিউটার কি-বোর্ড শর্টকাট APP
আমাদের মাঝে কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমরা অনেকেই জানিনা, সঠিকভাবে ও দ্রুততার সাথে কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারের সহজ উপায়গুলো। বর্তমান ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর যুগে কম্পিউটার শিক্ষা জরুরী।যার দরূণ অনেকে কম্পিউটার শেখার জন্য যাচ্ছে কম্পিউটার কোচিং সেন্টারে। যারা কম্পিউটারে বেশি কাজ করেন তাঁদের জন্য কম্পিউটার কিবোর্ড শর্টকাট খুবই পরিচিত পরিভাষা। যারা এর সাথে পরিচিত নন বা কম্পিউটারে বসে প্রচুর কাজ করতে হয় কিন্তু কী-বোর্ড শর্টকাট কী গুলো না জানার ফলে দ্রুততার সহিত কাজ করতে পারছেন না তাঁদের জন্য আমাদের এই অ্যাপ। এই বাংলা অ্যাপসটিতে কম্পিউটারের সাধারণ কাজের অসংখ্য শর্টকাট কী গুলো বর্ণনা করা হয়েছে। আর তাই আমাদের এই এপসটিতে আমরা নিয়ে এসেছি কি-বোর্ড ব্যবহারের ১০০টি শর্টকাট যা আমাদের স্বাভাবক কাজের গতিকে নিঃসন্দেহে তরান্বিত করবে।
আপনার মূল্যবান্ রেটিং, সমর্থন, মন্তব্য, পরামর্শ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ | কারণ, এই সব কিছুর উপর নির্ভর করবে আমাদের পরবর্তী অ্যাপ হালনাগাদ করা |
Thanks (ধন্যবাদ)